আমাদের সম্পর্কে

কেয়ার লাইফ বাংলাদেশ

কেয়ার লাইফ বাংলাদেশ হলো একটি উন্নতমানের মশা ও মাছি নিধনকারী অয়েল স্প্রে আমদানিকারক, প্যাকেজিং ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। আমরা দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাজারজাতকারী হিসেবে গর্বের সাথে সারাদেশে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য সরবরাহ করছি।

আমাদের পণ্য

আমাদের প্রধান পণ্য “লাইফ কেয়ার অয়েল স্প্রে”, যা একবার ব্যবহারে গবাদিপশুর গায়ে ২৪ ঘণ্টা পর্যন্ত মশা ও মাছি বসা থেকে কার্যকর সুরক্ষা দেয়। এটি শুধু কার্যকরই নয়, বরং মনোরম সুগন্ধিযুক্ত — যা পশুপালনে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। বর্তমানে এটি দেশব্যাপী সহজলভ্য

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি খামার ও বাসাবাড়িতে নিরাপদ, কার্যকর এবং পরিবেশবান্ধব কীটপতঙ্গ নিয়ন্ত্রণের সমাধান পৌঁছে দেওয়া। আমরা জেলা-ভিত্তিক ডিলারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরাও সহজে আমাদের পণ্য ব্যবহার করতে পারেন।